59973

দুর্দান্ত জয় ইতালির, জিতেছে ফ্রান্স-ক্রোয়েশিয়াও

স্পোর্টস ডেস্ক: গাত্তুসুর অধীনের দুরন্ত শুরু ইতালির। একপেশে ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আজ্জুরিরা। জিতেছে ফ্রান্স ও ক্রোয়েশিয়াও। ইউক্রেনকে ২-০ গোলে ফ্রান্স আর ফারো আইল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ক্রোয়াটরা। এছাড়া গোলশূণ্য ডেনমার্ক-স্কটল্যান্ড আর ২-২ গোলে ড্র হয়েছে স্লোভেনিয়া-সুইডেন ম্যাচ।

ইতালিকে ছাড়াই শেষ দুই বিশ্বকাপ দেখেছে বিশ্ববাসী। এবারও উঁকি দিতে শুরু করেছে সেই একই ভয়। নরওয়ের কাছে হারে শুরু হয়েছিল আজ্জুরিদের ২০২৬ আসরের বাছাই।

ads

চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্ব আসরে ফেরানোর মিশনে নতুন কান্ডারি জেনেরো গাত্তুসু। দুরন্ত জয়ে রাঙ্গিয়ে রাখলেন জাতীয় দলের ডাগআউটে নিজের অভিষেক।

রোনালদোর পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জেউইস স্টেডিয়ামে এস্তোনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মাতে ইতালি। তবে একের পর আক্রমণে বাধার দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষ গোলরক্ষক।

ads

বিরতির পর ভাঙে ডেডলক। গোল উৎসবে মাতে ময়েসে কিন রাসপাদোরি ও বাস্তোনিরা। তবে জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্টে সবাইকে ছাড়িয়ে রাতেগুল।

ম্যাচে ৭০ শতাংশের বেশি বল দখলে রেখে এস্তোনিয়ার গোলমুখে ৪০ শট নিয়েছে ইতালি। তিনবার বল পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারতো। জিতেও আই গ্রুপের তিন নম্বরে ইতালি। শীর্ষে আর্লিং হালান্ডের নরওয়ে।

এদিকে জয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছে ফ্রান্স। একাধিক নিয়মিত ফুটবলারকে ছাড়া খেলতে নেমে ইউক্রেনকে হারিয়েছে ২-০ গোলে।

পোল্যান্ডের নিরপেক্ষ ভেন্যুতে যুদ্ধবিধ্বস্ত প্রতিপক্ষের সঙ্গে লিড নিতে মাত্র দশ মিনিট সময় নেয় লে ব্লু। বারকোলার অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তোলেন ওলিসে।

ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিলো ইউক্রেন। কিন্তু দেয়াল হয়েছিলে ফরাসি গোলরক্ষক। উল্টো ৮২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান বাড়ান ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

ad

পাঠকের মতামত