
মারা গেছেন ফ্যাশন দুনিয়ার রাজা আরমানি
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার ও ‘আরমানি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি আর নেই। তিনি ৯১ বছর বয়সে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রয়াত হয়েছেন। যাকে বলা হতো ফ্যাশন দুনিয়ার মুকুটহীন রাজা!
আর্মানি কোম্পানি এক বিবৃতিতে কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির মৃত্যুর খবর জানিয়েছে।
আধুনিক স্টাইল ও অভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন আরমানি।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এবং চলতি বছরের জুনে মিলান মেন’স ফ্যাশন উইকের শো থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। যা তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার কোনো র্যাম্প অনুষ্ঠান মিস করার ঘটনা।
‘রে জর্জিও’ (রাজা জর্জিও) নামে পরিচিত আরমানি নিজের কালেকশনের প্রতিটি খুঁটিনাটি থেকে শুরু করে ব্যবসার সব দিক- বিজ্ঞাপন, এমনকি মডেলদের চুলের স্টাইলিং পর্যন্ত নিজ হাতে তদারকি করতেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার ও রবিবার মিলানে একটি পাবলিক ফিউনারেল হোমে শেষ শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা থাকবে। পরে নির্দিষ্ট তারিখে একটি ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
আরমানিকে মনে করা হয় আধুনিক ইতালির স্টাইল ও সৌন্দর্যের প্রতীক। তার হাত ধরে ‘আরমানি’ ফ্যাশন কোম্পানি হিসেবে শুরু হলেও পরে তা বিস্তৃত হয় বিউটি, মিউজিক, স্পোর্টস এবং বিলাসবহুল হোটেলসহ নানা ক্ষেত্রে।
খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারের পাশাপাশি তিনি ছিলেন একজন কৃতিশীল ব্যবসায়ী। তার কোম্পানি বছরে ২ বিলিয়ন পাউন্ডের বেশি আয় করে। বিবিসি, গেজেটাএক্সপ্রেস