59932

প্রথমবারের মতো একই মঞ্চে পুতিন, কিমের পাশে জিনপিং সঙ্গে আছেন ইরানের প্রেসিডেন্টও

আন্তর্জাতিক ডেস্ক: বেইজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার এই কুচকাওয়াজে উপস্থিত হয়ে তিন নেতা হাত মেলান এবং লাল গালিচায় একসাথে পা রাখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তিকে ঘিরে এই আয়োজন করা হয়।

চীন এই কুচকাওয়াজকে দেখাচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে। কিমের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি শেষ ছয় বছরে তার মাত্র দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি কখনো শি ও পুতিনের সাথে একই অনুষ্ঠানে দেখা দেননি। কিম জং-উনের সাথে তার মেয়ে কিম জু-এইকেও অনুষ্ঠানে দেখা গেছে, যা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে।

ads

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং। তবে কোনো বড় পশ্চিমা দেশের নেতাকে সেখানে দেখা যায়নি।

শি জিনপিং ভাষণে বলেন, ‘শান্তি না যুদ্ধ, সংলাপ নাকি সম্মুখ সমর, দুই পক্ষের জয় নাকি সব পক্ষের ক্ষতি এসব পথের একটা বেছে নেওয়ার সামনে দাঁড়িয়েছে মানবতা।’

ads

তিনি আরও বলেন, ‘চীনকে থামানো যাবে না এবং যুদ্ধের শেকড় নির্মূল করা প্রয়োজন যাতে ইতিহাস পুনরাবৃত্তি না হয়।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচকাওয়াজ নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট শি এবং চীনের দারুণ মানুষদের জন্য শুভকামনা রইল। ভ্লাদিমির পুতিন এবং কিম জং-উনকে সঙ্গে নিয়ে আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন তাদেরকেও আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন।’

এই আয়োজনটি ছিল শি জিনপিংয়ের ব্যস্ত কূটনৈতিক সপ্তাহের চূড়ান্ত ধাপ। এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতাদের আতিথেয়তা দেন। সেখানে শি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, কিছু দেশ দমননীতি চালাচ্ছে। একই সম্মেলনে পুতিন রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পক্ষে বক্তব্য রাখেন।

কুচকাওয়াজে কোন সামরিক প্রযুক্তি প্রদর্শিত হবে তা আগেই জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রস্তুতির ছবি ও ভিডিওতে দেখা গেছে নতুন ধরনের জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, উন্নতমানের আন্ডারওয়াটার ড্রোন ও আধুনিক অ্যান্টি-মিসাইল সিস্টেম প্রদর্শন করতে চলেছে চীন।

ad

পাঠকের মতামত