
কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্ক: কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত ও সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক কুমিল্লা”।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার ও সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। কিন্তু রোগীর সংখ্যা ও চিকিৎসক বাড়লেও অবকাঠামো বৃদ্ধি না পাওয়ায় হাসপাতালটি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ফলে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে অস্বাস্থ্যকর পরিবেশে সেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা।