59274

নিজের প্রেস সচিবের মুখ-ঠোঁটের প্রশংসা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নিজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ক্যারোলিনে মুখ, মস্তিষ্ক এবং তার ঠোঁট যেভাবে নড়ে যেন মনে হয় তিনি একজন মেশিনগান।

সংবাদমাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এমন অদ্ভুদ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “ক্যালোলিন একজন তারকায় পরিণত হয়েছেন। এটি হলো সেই মুখ, সেই মস্তিষ্ক, সেই ঠোঁট, এগুলো যেভাবে নড়ে… এগুলো এমনভাবে নড়ে যেন তিনি একজন মেশিনগান।”

ads

ট্রাম্প আরও বলেন, “তিনি একজন তারকা। তিনি অসাধারণ মানুষ। আমার মতে তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ ছিল না। তিনি অসাধারণ।”

২৭ বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ক্যারোলিনকে এই দায়িত্ব দিয়েছেন।

ads

গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন ক্যারোলিন। তিনি দাবি করেন, ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে অন্তত একটি করে যুদ্ধবিরতি করতে সহায়তা করেছেন। এ কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

ক্যারোলিন বলেন, “গত ছয় মাসে তিনি প্রতিমাসে গড়ে অন্তত একটি শান্তিচুক্তি বা যুদ্ধবিরতিতে অবদান রেখেছেন। তিনি অনেক আগেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।”

ad

পাঠকের মতামত