 
		
								কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিউজ ডেস্ক: কুমিল্লায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন কুমিল্লায় এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরী শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন।
কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বরুড়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান হেলাল, মহানগরী ছাত্র শিবির সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, অফিস সম্পাদক আব্দুল্লাহ খান, প্রকাশনা সম্পাদক আল মামুন প্রমুখ।











