 
		
								সৌদির শীর্ষ নেতৃবৃন্দ ও ইমামগণের অংশগ্রহণে সম্পন্ন কাবার গোসল
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ঐতিহ্যবাহী ধর্মীয় আচার কাবা শরিফের বার্ষিক গোসল অনুষ্ঠান ১৪৪৭ হিজরির ১৫ মহররম মুতাবেক ২০২৫ সালের ১০ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন দুই পবিত্র মসজিদের খাদেম ও তার মনোনীত প্রতিনিধিরা।
এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন দুই পবিত্র মসজিদের খাদেম ও তার মনোনীত প্রতিনিধিরা।
ইনসাইড দ্যা হারামাইনের বরাতে জানা যায়, এই পবিত্র অনুষ্ঠানে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম ও বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন। তারা জামজম পানি, গোলাপজল ও উৎকৃষ্ট ‘উদ’ সুগন্ধির মিশ্রণ দিয়ে কাবা শরিফের অভ্যন্তরীণ দেয়াল ধৌত করেন।
এই বছর অনুষ্ঠানে মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান ইমাম ও প্রেসিডেন্ট শেখ আবদুর রহমান আস-সুদাইস এবং মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট প্রতিনিধি দল ও কর্মকর্তারা, যারা কাবা ঘরে প্রবেশ করে গোসল কার্যক্রমে অংশ নেন।
ঐতিহ্য অনুসারে, এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন দুই পবিত্র মসজিদের খাদেম (Custodian of the Two Holy Mosques) ও তার মনোনীত প্রতিনিধিরা। এটি শুধুমাত্র একটি পরিচ্ছন্নতা কর্মসূচি নয়, বরং কাবা শরিফের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও তাকওয়ার প্রকাশ।
প্রতি বছর সাধারণত দু’বার কাবা শরিফ ধৌত করার এই অনুষ্ঠান হয়, একবার রমজান মাসের পূর্বে, আরেকবার হজের পর, মহররম মাসের শুরুতে। যদিও এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ কেবল বিশেষ আমন্ত্রিত অতিথিদের জন্য সীমিত, তবে বিশ্বব্যাপী মুসলমানরা বিভিন্ন চিত্র ও ভিডিওর মাধ্যমে এটি প্রত্যক্ষ করে এক আধ্যাত্মিক ও ঐক্যবদ্ধ অনুভূতির অংশীদার হন।











