থিওসোফিক্যাল সোসাইটিকে লেখক প্রবীরের তিন শতাধিক বই উপহার
নিউজ ডেস্ক: সর্বধর্মের জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান দ্য থিয়োসোফিকেল সোসাইটি, কুমিল্লাকে শতাধিক বই উপহার দিয়েছেন লেখক-গবেষক প্রবীর বিকাশ সরকার। শনিবার (০৫ জুলাই) কান্দিরপাড় দেশপ্রিয় করভেনশন হলে এ আয়োজন করা হয়।
সোসাইটির আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকসীর সভাপতিত্বে সদস্য সচিব চন্দন দাসের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন ড. আলী হোসেন চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান, খায়রুল আজিম শিমূল, প্রদীপ সিংহ রায়, প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, অধ্যক্ষ সফিকুর রহমান, প্রফেসর নিখিল চন্দ্র রায়, নাট্যব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, ড. ফারুক সরকার, অধ্যক্ষ বিধান চন্দ, কমল চন্দ খোকন, অধ্যাপক রাহুল তারণ পিন্টু। সর্বজনীন প্রার্থনা পাঠ করেন অমৃত লাল দত্ত।

লেখক-গবেষক প্রবীর বিকাশ সরকার বলেন, আমার বাসায় প্রায় ৩০০ বই আছে। আমি বিভিন্ন সময় ক্রয় করেছি। সবাই পড়বেন। এ চর্চা ঘরেঘরে হোক। এ সময় বক্তারা বলেন, জ্ঞানভি-ত্তিক প্রতিষ্ঠান দ্য থিওসোফিক্যাল সোসাইটি। এ সময়ে আমরা বই পড়ি কম। তরুণ সমাজ ফেসবুকে সময় অতিবাহিত করেন। আমাদের অনুরোধ থাকবে, বইয়ের পাঠক দরকার। বই হলো পৃথিবীর সেরা উপহার। এ সময় বাক্তারা টাউনহল মাঠের থিওসোফিক্যাল সোসাইটির কার্যালয়কে সংস্কার করার দাবী জানান।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৮৭৫ সালের ১৭নভেম্বর সর্বধর্মের জ্ঞানভিত্তিক আলোচনার লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল থিওসোফিক্যাল সোসাইটির। সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই এ স্লোগানে ১৮৮৯ সালে বাংলাদেশে প্রথম শাখা কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠের পশ্চিম পাশে থিওসোফিক্যাল সোসাইটি স্থাপিত হয়।











