 
		
								কুমিল্লা নগরী ও আশেপাশের এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
ডেস্ক রিপোর্ট: জরুরি পাইপলাইনের হুক আপ কাজের জন্য কুমিল্লা নগরী ও আশেপাশের এলাকায় ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৯ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিমানবন্দরের প্রতিরক্ষা বিভাগীয় জমি হতে টমছমব্রিজ এলাকায় ৪ বার পাইপলাইনের হুক আপ কাজের জন্য শুক্রবার (৩০ মে) রাত ৯টা হইতে পরদিন শনিবার (৩১ মে) সকাল ৯টা পর্যন্ত কুমিল্লা শহর ও আশপাশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকিবে।
				ads
			
বিজিডিসিএল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
				ads
			
								










