58383

কুমিল্লায় “জিএমপিএ”এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: জেনারেল মেডিক্যাল প্যাকটিশনার এসোসিয়েশন এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় রুচি বিলাস রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ডিপ্লোমা ও পল্লী চিকিৎসকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাফর আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোটাঃ খুরশীদ সাঈদী।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর শিক্ষক চিকিৎসা প্রযুক্তিবিদ ও সহকারী চিকিৎসক মোঃ আবদুল আউয়াল সরকার,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মজুমদার,আদর্শ সদর উপজেলার সভাপতি রোটাঃ সেলিম রেজা,সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঠু,সদর দক্ষিণ সভাপতি মিহির চন্দ্র ঘোষ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রবিনসহ জেলার বিভিন্ন এলাকার সদস্যগন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য তা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। শহরাঞ্চলে হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সহজলভ্য হলেও গ্রামাঞ্চলে এসব সুবিধার যথেষ্ট অভাব রয়েছে।এই পরিস্থিতিতে গ্রামীণ জনপদে পল্লী চিকিৎসকরাই একমাত্র ভরসা হয়ে উঠেছেন। তারা গ্রামবাসীর দোরগোড়ায় সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেন। দীর্ঘদিন ধরে তারা গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব পালন করছেন এবং তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেক বেশি। পল্লী চিকিৎসকদের এই ভূমিকা শুধু চিকিৎসা প্রদানে সীমাবদ্ধ নয়, তারা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা ও মা-শিশুর যত্নের মতো গুরুত্বপূর্ণ কাজেও অবদান রাখছেন।
সরকার যদি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পল্লী চিকিৎসক তৈরি করতে পারে তবে দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে।

ads
ad

পাঠকের মতামত