57900

হজের উদ্দেশে সৌদি পৌঁছেছেন ১ হাজার ২২৪ হজযাত্রী

নিউজ ডেস্ক: এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১ হাজার ২২৪ জন হজযাত্রী। আজ দিনের বাকি পাঁচ ফ্লাইটে যাবেন আরও ২ হাজার ৯১২ জন। আজ হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সৌদি আরব যাবেন ৪ হাজার ১৩৬ জন হজ যাত্রী।

হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ অফিস জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে ভিসা পেয়েছেন ৬৪ হাজার ২৮০ জন।

ads

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। হজ ক্যাম্পে অব্যবস্থাপনা নিয়ে অনেক সময় অভিযোগ শোনা গেলেও এবার ভিন্ন চিত্র। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা।

বাংলাদেশ থেকে এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ads
ad

পাঠকের মতামত