
বরুড়ার আলোকিত মানুষ মরহুম এম.এ কাদেরের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
ডেস্ক রিপোর্ট: বরুড়ার কৃতি সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এম.এ কাদের সাহেবের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের এই দিনে তিনি ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম এম.এ কাদের ছিলেন এক নিবেদিতপ্রাণ সমাজসেবক, যিনি তাঁর জীবদ্দশায় শিক্ষা ও মানবসেবায় অসামান্য অবদান রেখেছেন। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত “আড্ডা ডিগ্রি কলেজ” তাঁর অন্যতম সাফল্যের প্রতীক। তিনি শুধু এই কলেজই নয়, বরং মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে সমাজের অসংখ্য মানুষের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছেন।
তিনি ছিলেন সত্যিকারের জনদরদী, যিনি বরুড়ার আড্ডা ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সব সময়। শিক্ষার প্রসারে তাঁর অনন্য ভূমিকা আজও এলাকার মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষাপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুম এম.এ কাদেরের আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া কামনা করেছেন।