
দাউদকান্দিতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
দাউদকান্দি প্রতিনিধি: দাউদকান্দি উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল লক্ষে আলোকপাত করা হয়। এছাড়াও যানজট নিরশনে জেলা ও হাইওয়ে পুলিশ, কমিটি পুলিশ, নিরাপদ সড়ক চাই, শ্রমিক সংগঠনগুলো একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সড়ক ও মহাসড়কে অবৈধ পাকিং বন্ধ এবং সড়কের পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। উল্লেখিত বিষয়গুলো বাস্তবতায়নে সকলকে সম্মিলিত কাজ করার আহ্বান জানানো হয়।
ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ হাবিবুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আফসার, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন, বিআরটিএ কুমিল্লা প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম, দাউদকান্দি এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী জিসান আহমেদ সরকার, দাউদকান্দি ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ট্রমালিংক সমন্বয়কারী মোহাম্মদ হোসাইন, দাউদকান্দি কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়শা আক্তার, সুন্দলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আশরাফ, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ হানিফ খান।