56164

দেবীদ্বার গাদিসাইর আশ্রমে ৪৬তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শান্তি কামনায় কুমিল্লা দেবীদ্বার উপজেলাধীন মোহনপুর ইউনিয়নস্থিত গাদিসাইর বাংলাদেশ সেবাশ্রম প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘের আয়োজনে ৪৬তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়।

তদুপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টা হতে যথাক্রমে গুরু সংঘ, গঙ্গা আবাহন অন্তে শুভ অধিবাস কীর্তন শেষে ৫ই ফেব্রুয়ারী বুধবার অরুণোদয় হতে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং দ্বিপ্রহরে ভোগরাগ অন্তে প্রসাদ বিতরণ এবং ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অহোরাত্র নামযজ্ঞ, দ্বিপ্রহরে ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ এবং ৭ ফেব্রুয়ারী শুক্রবার অহোরাত্র নামযজ্ঞ ও দ্বিপ্রহরে ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং শেষদিন ৮ ফেব্রুয়ারী শনিবার অরুণোদয়ে নামযজ্ঞের পরিসমাপ্তির পর নগর পরিক্রমার মধ্যদিয়ে শেষ হয় বাৎসরিক মহোৎসব। মহোৎসবকে ঘিরে আশ্রমের দুপাশে মেলা বসেছে। মেলায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

ads

এতে নামামৃত পরিবেশন করেন- সূদুর নেত্রকোনা থেকে আগত জয় বিমলকৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরা পার্থ সারথী সম্প্রদায়, নোয়াখালী কৈবল্যনাথ সম্প্রদায়, খুলনা নব নিত্যানন্দ সম্প্রদায় ও জয় শ্রীকৃষ্ণ সম্প্রদায় এবং কুমিল্লা গোপাল কৃষ্ণ সম্প্রদায়।

ads
ad

পাঠকের মতামত