
গর্জনখোলায় মরহুম হাজী আবদুর রশিদের ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত
নিউজ ডেস্ক: দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলামের পিতা মরহুম হাজী আবদুর রশিদের ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গর্জনখোলা জামে মসজিদে বাদ জুম্মা গর্জনখোলার বাসিন্দা আরামবাগ কুঠিরের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আবদুর রশিদের আত্মার মাগফেরাত কামানায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব।
পরে গর্জনখোলার আরামবাগ কুঠিরে মরহুমের পুত্র সাংবাদিক রফিকুল ইসলাম,ব্যবসায়ী সফিকুল ইসলাম, ও কুমিল্লা দক্ষিণজেলা বিএনপির সদস্য আতাউর রহমান ছুটির আয়োজনে মিলাদ ও দরিদ্র মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে ২৯ নভেম্বর বাদ এশা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার সাধারণ মানুষ ও সাংবাদিকগণ অংশ নেন।