
এমপক্স ভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা মহাদেশে এমপক্স ভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাব আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার এটিকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক পাবলিক হেলথ ইমার্জেন্সি’ বা পিএইচইআইসি হিসেবে ঘোষণা করেছে। এটি সংস্থাটির সর্বোচ্চ সতর্কতা স্তর, যা বিশ্বব্যাপী দেশগুলোকে এই ভাইরাসের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
ডব্লিউএইচও জানিয়েছে, ইতোমধ্যে ১৩টি আফ্রিকান দেশে এমপক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর নতুন ধরনটি দ্রুত ছড়িয়ে পড়ছে। উল্লেখ্য, মাত্র দুই বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সংস্থাটিকে এই ভাইরাসের জন্য সতর্কতা জারি করতে হলো।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব দ্রুত আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ জরুরি কমিটির বৈঠকে আমাকে পরামর্শ দেওয়া হয়েছে যে, বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থার সৃষ্টি করেছে। আমি সেই পরামর্শ গ্রহণ করেছি। এটি এমন একটি বিষয় যা আমাদের সকলকে উদ্বিগ্ন করে তোলা উচিত।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী দিনগুলোতে বৈশ্বিক প্রতিক্রিয়া সমন্বয় করতে, প্রতিটি ক্ষতিগ্রস্ত দেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে এবং সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা ও জীবন বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের মাঠ পর্যায়ের উপস্থিতি কাজে লাগিয়ে এই সংকট মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’
পিএইচইআইসি ঘোষণার ফলে এমপক্স প্রতিরোধে গবেষণা, অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি অনুসারে বিশ্বব্যাপী দেশগুলোতে জরুরি প্রতিক্রিয়া শুরু হবে, যা এই মহামারী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।