
কুমিল্লায় র্যাবের অভিযানে ১৯০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লায় ১৯০ বোতল ফেন্সিডিলসহ মোঃ কামাল (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাবের সদস্যরা। শনিবার (২২ জুন) রাতে জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মোঃ কামাল (৩০) জেলার কোতয়ালী মডেল থানার গাবতলী গ্রামের সাদেক মিয়ার ছেলে।
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।