51317

অস্ট্রেলিয়া সফরে চীনের প্রধানমন্ত্রী, পান্ডা উপহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সাত বছরের মধ্যে প্রথম বারের মতো অস্ট্রেলিয়া সফরে গেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আজ রোববার (১৬ জুন) এই সফর শুরু করেন তিনি। চার দিনের সরকারি সফরে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনারপাশাপাশি কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করবেন। এরইমধ্যে তিনি অস্ট্রেলিয়াকে দুটো জায়ান্ট পান্ডা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর দ্য ইকোমিক টাইমসের।

ভারতীয় গণমাধ্যমটি বলছে, আজ রোববার সফরের শুরুতেই লি দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি আঙুর ক্ষেত এবং অ্যাডিলেড চিড়িয়াখানা পরিদর্শন করেন। সেখানে তিনি দুদেশের সম্পর্ক আরও জোরদারে উপহার হিসেবে পান্ডা উপহারে ঘোষণা দেন। ওয়াং এর আগে ওয়াং এবং ফু নি নামে দুটি পান্ডা ২০০৯ সালে কূটনীতির অংশ হিসেবে চীন অস্ট্রেলিয়াকে দিয়েছিল। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড চিড়িয়াখানায় সেই পান্ডাদের দেখতেই আজ সেখানে যান চীনের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই পান্ডা দুটি এ বছরের শেষের দিকে চীনে ফিরে যাবে। এরপর অ্যাডিলেড চিড়িয়াখানা নতুন দুটি জায়ান্ট পান্ডা বাছাই করে নেবে।

ads

অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসির প্রতিবেদনের বরাতে সিএনএন এসব তথ্য জানিয়েছে উল্লেখ করে খবর দ্য ইকোমিক টাইমস বলছে, চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসাবে শনিবার অস্ট্রেলিয়ায় পৌঁছান লি কিয়াং। দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আবার সঠিক পথে ফিরেছে বলে উল্লেখ করেন তিনি। সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ২০২০ সালে কূটনৈতিক বিরোধের কারণে কয়লা, ওয়াইন, বার্লি, কাঠসহ অস্ট্রেলিয়ান বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ২০২২ পর থেকে সম্পর্কের উন্নতি হয়েছে৷ এখন অস্ট্রেলিয়ান লবস্টার রপ্তানি ছাড়া এখন সব বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত