50978

ঢাকা মিরপুরে মাইজভাণ্ডারী খলিফা সম্মেলন ও ট্রাস্টের সভা

নিউজ ডেস্ক: আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে (১ জুন) সকালে ঢাকার মিরপুর-১ (শাহ আলী বাগে) খলিফা সম্মেলন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত​ হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী আল্-মাইজভাণ্ডারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শুধু মুসলিম হলেই হবে না। মুসলমানদের মধ্যে মানবতাবোধ, নৈতিকতা ও মমত্ববোধ থাকতে হবে। আদব, ধৈর্য, সংযম,সম্প্রীতি, ন্যায়বিচার ও মানুষে মানুষে ভাতৃত্ববোধ জাগ্রত করে মেলবন্ধন সৃষ্টি করাই প্রকৃত মুসলিমের কাজ। মাইজভাণ্ডার দরবার শরীফের মাশায়েখগণ আড়াইশো বছর ধরে এই অঞ্চলের মানুষকে সেই শিক্ষাই দিয়ে যাচ্ছেন। বিএসপি চেয়ারম্যান বলেন চোরাকারবারি, দুর্নীতিবাজ, অসাধু ব্যবসায়ী, দেশ থেকে টাকা পাচারকারী তারা সকলেই দেশ ও জনগণের শত্রু। এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাইজভাণ্ডারী আশেক ভক্তদেরকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ads

সভায় বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন, বিএসপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ আলমগীর খান মাইজভাণ্ডারী।

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)র ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা রুহুল আমিন ভূইয়ার সঞ্চালনায় আলোচনা অংশগ্রহণ করেন, (বিএসপি) সাংগঠনিক সম্পাদক খলিফা মোহাম্মদ আবুল কালাম আজাদ, খলিফা কামরুজ্জামান হারুন,খলিফা জাহাঙ্গীর আলম,মাওলানা মুফতি মাকসুদুর রহমান প্রমুখ। পরে সালাত সালাম শেষে বিশ্ব মুসলিম ও দেশজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

ads
ad

পাঠকের মতামত