49746

নব শালবন বৌদ্ধ বিহারে ভাবনা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

নিউজ ডেস্ক: কুমিল্লা কোটবাড়ি নবশালবন বৌদ্ধ বিহারে শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) চীন, কানাডা, নেপাল, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে আসা ৯ জন অতিথি ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দায়ক দায়িকাদের সমন্বয়ে বৌদ্ধ ধর্মে ভাবনার গুরুত্ব বিষয়ে সেমিনার ও ভাবনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মং নে থোয়াই মারমা।

ads

বক্তব্য রাখেন, কর্মবীর শ্রীমৎ শীলভদ্র মহাথের, থাইল্যান্ড থেকে আগত বৌদ্ধ ভিক্ষু লামা পুংস্থং দরজে, কুমিল্লা লাকসামে জন্মজাত থাইল্যান্ডে অবস্থানরত শ্রীমৎ সুগত প্রিয় ভিক্ষু।

ads

এসময় ছিলেন, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, মহানগর যুবলীগ নেতা অনিক বড়ুয়া ঝুনু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সুমির বড়ুয়া তপু, কবি সাধন মিত্র সিংহ, লালমাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, বিআরডিবি সাবেক কর্মকর্তা শ্যামল সিংহ, ব্যাংকার তপন সিংহ, ব্যাংকার সুরশেন সিংহ, প্রধান শিক্ষক দিপংকর সিংহ সহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীলয় বড়ুয়া ও ত্রপা বড়ুয়া।

ad

পাঠকের মতামত