49324

আমার তৃতীয় মেয়াদে ৩য় বৃহত্তম অর্থনীতি হবে ভারত: মোদি

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি যদি টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পায়, তাহলে আগামী ৫ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে লোকসভা অধিবেশন শুরু হওয়ার আগে বক্তৃতা দেন নরেন্দ্র মোদি। নিজ বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে ভারতের প্রভাব বাড়ছে। গত জি২০ সম্মেলন তার বড় প্রমাণ। আমাদের তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং এটা মোদির প্রতিশ্রুতি।’

ads

প্রধান বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘আমরা যখন বলি যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে, সে সময় বিরোধী কংগ্রেস দাবি করে যে এটা কোনো বড় ব্যাপার নয় এবং ভারত এমনিতেই তা হয়ে উঠবে; কিন্তু আমি তরুণ প্রজন্মকে বলতে চাই যে স্বয়ংক্রিয়ভাবে এটা সম্ভব নয়। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে হলে চেষ্টা করতে হবে এবং এ জায়গায় সরকারের ভূমিকা কী হবে— তা তৃতীয় মেয়াদে আপনারা দেখবেন।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় এলাম, সে সময় ভারত বিশ্বের ১১তম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল। সেখান থেকে আমরা এ পর্যন্ত অগ্রসর হয়েছি। ভারত এখন বিশ্বের প্রথম ৫-৬টি অর্থনীতির মধ্যে একটি।’

ads

‘কীভাবে আমরা করলাম? কারণ আমরা জানি যে ভারতের কী পরিমাণ সম্ভাবনা-সম্পদ রয়েছে। তারা (কংগ্রেস) এখনও ভারতকে ১১তম অর্থনীতির দেশ হিসেবেই দেখতে চায়।’

সূত্র : এনডিটিভি

ad

পাঠকের মতামত