49182

কুমিল্লায় “ইউএসডব্লিউএফই” এর ২৪তম সাধারন সভায় কৃতি শিকার্থীদের সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের সংগঠন “ইউনাইটেড সেভিংস ওয়েলফেয়ার ফান্ড ফর এমপ্লয়িজ”(ইউএসডব্লিওএফই) এর আয়োজনে ২৪তম বার্ষিক সাধারন সভা, অবসর প্রাপ্তদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪ খ্রিঃ) সকাল ৯ঘটিকা হইতে সারাদিন ব্যাপী স্বপ্নচুড়া রিসোর্ট, কোটবাড়ি, কুমিল্লায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ads

সংগঠনের সভাপতি মোঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খাঁন এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমেক হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডাঃ সাজেদা খাতুন। সহকারী পরিচালক ডাঃ নিশাত সুলতানা।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের সেবা তত্বাবধায়ক ও কুমিল্লা বেতারের সংগীত শিল্পী শাহানারা আক্তার শানু,
কুমিল্লা নার্সিং এন্ড মিডওয়াফারী কলেজের অধ্যক্ষ আকবরী খানম,দুলাল সুত্রধর, মোঃ হাফিজুর রহমান, গোলাম ফারুকুল ভুঁইয়া,হাসান আলী খান, মোঃ হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন,হাফেজ আব্দুল্লাহ বিন আবদুল আউয়াল।

সাধারন সভা শেষে প্রতি বছরের ন্যায় এবারও অবসর প্রাপ্ত কর্মকর্তা,কর্মচারি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই সময় বক্তব্যে বক্তারা সব শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও জরুরি।
আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায়ও সেরা হতে হবে।
আমরা এই সংগঠনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।

সংগঠনের সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খাঁন বলেন, এই সংগঠন একটি সেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।আমরা যারাই সংগঠনে রয়েছি সবাই চাকুরীজিবী। তাই আমাদের যতটুকু সম্ভব আমরা সংগঠনে সময় দেই।আমাদের সর্বোচ্চ সেচ্ছাশ্রম দেওয়ার মানসিকতাও রয়েছে।আমি যে কোন পরিস্থিতিতে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আ ন ম আওরঙ্গজেব সেলিম।

ad

পাঠকের মতামত