গাজায় বেসামরিকদের ‘হৃদয়বিদারক’ মৃত্যুর নিন্দা জাতিসংঘ মহাসচিবের
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ‘হৃদয়বিদারক’ মৃত্যুর জন্য ইসরায়েলকে নিন্দা করেছেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনি জনগণের জন্য রাষ্ট্রত্ব প্রতিরোধ করাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। রোববার উগান্ডার রাজধানী কাম্পালায় জি ৭৭ প্লাস চীনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
গুতেরেস বলেন, ‘ইসরায়েলের সামরিক অভিযান ব্যাপক ধ্বংসযজ্ঞ ছড়িয়েছে এবং মহাসচিব হিসেবে আমার সময়ে নজিরবিহীনভাবে বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘এটি হৃদয়বিদারক এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। মধ্যপ্রাচ্য একটি বারুদের বাক্স, এই অঞ্চলজুড়ে সংঘাত যাতে প্রজ্বলিত না হয় সেজন্য আমাদের যথাসাধ্য করতে হবে।’
৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।