48986

আইওয়া ককাসে বড় জয়ে শুরু ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া অঙ্গরাজ্যের দলীয় ককাসে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার আইওয়া ককাসের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপ শুরু হয়। খবর রয়টার্সের।

আইওয়া ককাসে ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে বড় ব্যবধানে হারিয়েছেন। এতে এ দু’জনের কেউই ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ হতে পারছেন না। এ জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে টানা তৃতীয় দফায় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। সেই সঙ্গে তাঁর এ বিজয় নিজ দল রিপাবলিকান পার্টির ওপর আধিপত্যকেই প্রকাশ করছে। এডিসন রিসার্চের তথ্য অনুযায়ী, আইওয়ায় মোট ভোটের ৫১ শতাংশ পেয়েছেন ট্রাম্প। ডিস্যান্টিস পেয়েছেন ২১ শতাংশ এবং ১৯ শতাংশ ভোট পেয়েছেন হ্যালি। পরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘ধন্যবাদ আইওয়া, তোমাদের সবাইকে ভালোবাসি!’

ads

চারটি ফৌজদারি মামলাসহ নানা আইনি ঝামেলার মধ্যে আছেন ট্রাম্প। আইনগত বিভিন্ন চ্যালেঞ্জ রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন কমাতে পারেনি বলে মনে হচ্ছে। অনেক রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনান্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। নির্বাচনে বাইডেনের কাছে তিনি হেরে যান। পরে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। এখন তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে লড়ছেন। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে নজিরবিহীন হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।

ads
ad

পাঠকের মতামত