47661

ইইউর সদস্য হতে যাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের ২৭টি রাষ্ট্রের রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে যাচ্ছে ইউক্রেন। এ বিষয়ে দেশটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন বলে জানিয়েছেন ইউরোপিয়ান কমিশন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইইউ সদস্য পদের জন্য আবেদন করেছিল ইউক্রেন। প্রায় ১৮ মাস পর ব্লক ইউক্রেনের প্রার্থিতার পক্ষে ইতিবাচক সাড়া দিয়েছেন।

বুধবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন, কারণ আজ কমিশন সুপারিশ করেছে যে কাউন্সিল ইউক্রেন এবং মোলদোভা সঙ্গে যোগদানের আলোচনা শুরু করবে।’ এমনকি কমিশনের প্রধান ইউক্রেনের যুদ্ধকে ‘অস্তিত্বের যুদ্ধ’ বলে অভিহিত করেন। পাশাপাশি যুদ্ধে ইউক্রেনের অগ্রগতির প্রশংসাও করেন তিনি। সিএনএন।

ads
ad

পাঠকের মতামত