47095

ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালি-জার্মানির জয়

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের মাঠে মাল্টাকে উড়িয়ে দিয়েছে ইতালি। ৪-০ গোলে জয় পেয়েছে। এ জয়ে তারা ‘সি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছি যুক্তরাষ্ট্র এবং জার্মানি।

ইতালির স্টাডিও সান নিকোলাতে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ডোমিনিকো বেরার্দি। এছাড়া একবার করে জালে বল জড়ান গিয়াকোমো বোনাভেনটুরা ও ডেভিডে ফ্রাট্টেসি।

ads

ইংল্যান্ডের কাছে হেরে এবারের ইউরোর বাছাইপর্ব শুরু করেছিল ইতালি। ঘুরে দাঁড়িয়ে পরবর্তী চার ম্যাচে অপরাজিত আছে আজ্জুরিরা। এর মধ্যে তিনটিতে জয়ের পাশাপাশি বাকি ম্যাচটা ড্র করেছে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।

মাল্টাকে হারিয়ে ‘সি’ গ্রুপের দুই নম্বরে উঠে এসেছে ইতালি। পাঁচ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। শীর্ষে আছে ইংল্যান্ড। গত আসরের রানার্সআপদের সংগ্রহ ১৩ পয়েন্ট।

ads

অন্যদিকে, প্রীতি ফুটবল ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে পরাজিত করেছে জার্মানি। প্রাট অ্যান্ড হুইটনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে সমান দুটি করে গোল হয়েছে। ম্যাচ জিতলেও শুরুতে পিছিয়ে পড়েছিল সফরকারী শিবির।

ম্যাচের ২৭ মিনিটে এসি মিলানের তারকা উইঙ্গার ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে লিড নেয় যুক্তরাষ্ট্র। বিরতিতে যাওয়ার ছয় মিনিট আগে ইউরোপের প্রতিনিধিদের ম্যাচে ফেরান বার্সেলোনার মিডফিল্ডার ইলকাই গান্ডোগান।

দ্বিতীয়ার্ধে জার্মানির দারুণ ফুটবলের কাছে পাত্তা পায়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের হতাশ করে জালে বল জড়ান নিকোলাস ফুলক্রগ ও জামাল মুসিয়ালা।

এর আগে সবশেষ ২০১৫ সালে প্রীতি ম্যাচে মুখোমখি হয়েছিল দুই দল। সেবার জার্মানিকে ২-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার সে হারের প্রতিশোধ নিলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ad

পাঠকের মতামত