46774

ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি বাহারের

নিউজ ডেস্ক: সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে জেলার ১৭ উপজেলার শারদীয় দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ads

তিনি বলেন, আমাদের জাতীর জনক বঙ্গবন্ধু একটা দেশ তৈরি করেছেন, দেশটির নাম বাংলাদেশ। সে বাংলাদেশে ধর্মীয় অনুষ্ঠান সবাই করবে। আমরা এটা বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সকলে মিলে এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

এমপি বাহার বলেন, দূর্গা পূজাসহ অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনাদের পাশের মুসলমান পরিবার গুলোকে আচার অনুষ্ঠানে নিমন্ত্রণ দেন। আমাদেরও ঈদ সহ অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনাদের দাওয়াত দিয়ে এক সাথে অনুষ্ঠান উদযাপন করি। এটাই আসলে বাংলাদেশ, এটাই সর্বজনীনতা।

ads

অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।

এসময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বরুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি নির্মল চন্দ্র পাল সহ র‌্যাবের কর্মকর্তা, ১৭ উপজেলার নির্বাহী অফিসার, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

 

ad

পাঠকের মতামত