45464

চার বছর পর ব্রিটেন সফর যাচ্ছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যুক্তরাজ্য সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি দূতাবাসের একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ নিয়ম অনুযায়ী তারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করবেন, তবে এখন পর্যন্ত তার ডায়েরিতে কিছুই নেই।

ads

তবে যুক্তরাজ্যের সরকারের একটি সূত্র সৌদি যুবরাজকে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, যুবরাজের সফর না হওয়ার কোনো কারণ নেই। আগামী অক্টোবরে এ সফর হতে পারে।

২০১৮ সালের তুরস্কের ইস্তানবুলে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডের পর এটি হবে যুক্তরাজ্যে সৌদি যুবরাজের প্রথম সফর।সৌদি যুবরাজকে আমন্ত্রণের বিষয়টি প্রথমে ফিন্যান্সিয়াল টাইমস ও টাইমস সংবাদমাধ্যমে রিপোর্ট করা হয়।

ads

খাশোগির হত্যাকাণ্ডের পর সেই সময়ে পশ্চিমা দেশগুলো সৌদি যুবরাজের কড়া নিন্দা করে। যদিও যুবরাজ এর সঙ্গে জড়িত থাকার কথাটি অস্বীকার করে আসছেন।

ad

পাঠকের মতামত