45072

জাতীয় শোকদিবসসহ বিভিন্ন কর্মসূচি উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সভার অনুষ্ঠিত হয়েছে।

সভায় শোকের মাস (আগস্ট) এর এসব কর্মসূচি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। এসব কর্মসূচি সুন্দর ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এর সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, মৎস্য কর্মকর্তা জয় বনিক, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী, চান্দলা ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ইউআরসি ইনস্ট্রাক্টর হাজেরা খাতুন, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ূন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, বড়ধুশিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, শিদলাই নাজনীন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, আনসার বিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো. মাসুদ আলী হায়দার, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সুমন প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত