43865

ফিফা সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন ফাতেমা সামুরা

স্পোর্টস ডেস্ক: গত সাত বছর ধরে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফাতেমা সামুরা। লম্বা সময় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বভার সামলানোর পর এবার স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন তিনি।

আগামী ডিসেম্বর পর্যন্ত ফিফার সঙ্গে কাজ করবেন ফাতেমা। এরপর আর এই সংস্থার সঙ্গে থাকছেন না বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি।

ads

বিদায়ের ঘোষণা দিয়ে ফাতেমা বলেছেন, এটা তার স্বপ্নের চাকরি ছিল। তার এই স্বপ্ন বাস্তবায়নের পথে ফিফা সভাপতি সবসময় পাশে থাকায় তাকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফিফার সঙ্গে কাজ করা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। একাধিক দলকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য গর্বের। সবার আগে জিয়ান্নো ইনফান্তিনোকে ধন্যবাদ দেবো কারণ তিনি আমাকে এই স্বপ্নের চাকরি দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেছেন, বুঝেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন।’

ads

ফিফার ইতিহাসে তিনিই প্রথম নারী সেক্রেটারি। একই সঙ্গে ফিফায় তিনি প্রথম অ-ইউরোপীয় সেক্রেটারিও।

ad

পাঠকের মতামত