43824

কানাডা লিগে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: লঙ্কান প্রিমিয়ার লিগের পর এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও খেলবেন সাকিব আল হাসান। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের দল মন্ট্রিল টাইগার্সের আইকন খেলোয়াড় হয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। এই ক্যাটাগরিতে অবশ্য তাঁর সঙ্গে আন্দ্রে রাসেলও আছেন।

২০১৮ সালে শুরু হওয়া টুর্নামেন্টটি সর্বশেষ হয় ২০১৯ সালে। মাঝে করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর লিগটি হয়নি। এবার আবার শুরু হচ্ছে। ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। সেই হিসাবেই মন্ট্রিল টাইগার্সে আইকন খেলোয়াড় সাকিব ও রাসেল।

ads

শুধু সাকিব-রাসেল নন, এই টুর্নামেন্টে আরও অনেক বড় তারকা ক্রিকেটার খেলবেন। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ভ্যাঙ্কুভার নাইটসে খেলবেন দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন। আরকে পাকিস্তানি ইফতিখার আহমেদের সঙ্গে সারে জাগুয়ারসে খেলবেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস।

আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট।

ads
ad

পাঠকের মতামত