43309

২১ মে প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন সৌদি নারী নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন সৌদি আরবের নারী নভোচারী রায়ানা বারনাওয়ি। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা জানায়, আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করবেন বারনাওয়ি। এ সময় তার সফর সঙ্গী হবেন সৌদি আরবের আরেক নভোচারী আলি আল-কারনি।

ads

নাসা আরও জানিয়েছে, তাদের বহনকারী রকেটটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। ১০ দিনের সফরের নাম দেওয়া হয়েছে এক্সিওম স্পেস টু মিশন। আইএসএস মিশনে মহাকাশে অবস্থানরত আমিরাতি নভোচারী সুলতান আল নেয়াদির সাথে সঙ্গে যুক্ত হবেন তারা।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মহাকাশে নারী নভোচারী পাঠানোর কথা জানায় সৌদি আরব।

ads
ad

পাঠকের মতামত