42133

কুমিল্লার আমতলী হতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৩

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় (২৯ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪০ বোতল ফেন্সিডিল ও ০৯ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটকরা হলেন, বরগুনা জেলার সদর থানার পরিখাল গ্রামের আব্দুল হাকিম এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৬), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ মিজান (৩৫) এবং মাদারীপুর জেলার কালকিনি থানার মৃধাকান্দি গ্রামের মোঃ তৈয়ব আলী হাওলাদার এর ছেলে মোঃ শাহাবুল মিয়া (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে বরগুনা, মাদারীপুর ও কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত