40491

নানা আয়োজনে কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপন

নিউজ ডেস্ক : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় কুমিল্লায় উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

বাণী অর্চনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিটি মণ্ডপে দেবীর অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। দেবীর সামনে অঞ্জলি দিয়ে ছোট শিশুদের বিদ্যাচর্চার হাতেখড়ি হয়।

ads

পূজা উপলক্ষে বেলা বাড়ার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় কুমিল্লা নগরীর বিভিন্ন মণ্ডপ।

সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিদ্যা-বুদ্ধির বিকাশের জন্য দর্শনার্থীরা দেবীর কাছে প্রার্থনা করেন।

ads

হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে, বিভিন্ন মন্দিরে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। যাদের পূজা আয়োজনের জায়গা সংকট ছিল, তারা রাস্তায় মণ্ডপ বসিয়ে আরাধনা করেন।

কিছু কিছু পূজা মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

ঢাকা-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে কুমিল্লা নগরীর বিভিন্ন মণ্ডপ।

শ্রী শ্রী রাজ রাজেস্বরী পূজা মন্ডপে সুমন সাহা বলেন, সরস্বতী পূজায় সব ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করে থাকে। ফলে এতে একটি অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করে।

জীবন সাহা নামের এক দর্শনার্থী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে, এটাই স্বাভাবিক। কেউ কারও ধর্মে হস্তক্ষেপ না করার শিক্ষাই এ পূজার মাহাত্ম্য।

ad

পাঠকের মতামত