40417

কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রী খুন, স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক: কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে ঘটনার প্রায় ১১ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু আদালতের (ট্রাইব্যুনাল-১) বিচারক আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেছেন বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) প্রদীপ কুমার দত্ত।

ads

দণ্ডপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কমলপুর এলাকার মৃত শেখ আহাম্মদ ভূঁইয়ার ছেলে।

অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত জানান, মোয়াজ্জেম বিভিন্ন সময় তার স্ত্রী রোজিনা আক্তার রিয়ার পরিবারের কাছ থেকে যৌতুক আদায় করেছেন। পরে আরও যৌতুক চাওয়ায় রিয়া তা আনতে অপারগতা প্রকাশ করেন।

ads

যৌতুক না পেয়ে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি রিয়াকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ খাটের ওপর ফেলে রাখেন মোয়াজ্জেম।

এ ঘটনার পর নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। প্রায় ১১ বছর পর বুধবার সেই মামলার রায় দিয়েছে আদালত। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট জানিয়ে প্রদীপ কুমার দত্ত বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত