40176

বুড়িচংয়ে ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ৫১ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন উঠে বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় বিভিন্ন ইভেন্টে শীতকালীন ক্রীড়ায় অংশ গ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আক্তার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।

ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে মোঃ আব্দুর রশিদ, আব্দুল কাইয়ুম খান, আতিকুল ইসলাম ভূইয়া, আবুল হোসেন বিএসসি, মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, মোঃ মোছলেম উদ্দিন, সুপার মাওলানা মোঃ সফিকুর রহমান ভূইয়া, মাওলানা প্রিন্সিপাল মোঃ নেওয়ামত উল্লাহ, মাওলানা প্রিন্সিপাল মোঃ জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল মোঃ কামালুল হক, মাওলানা মোঃ মিজানুর রহমান, প্রিন্সিপাল গাজী আবুল বাশার।

ads

আরও উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন লন্ডনী, ষোলন ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ বাদল খা, সিরাজুল ইসলাম মেম্বার।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ ইসমাইল হোসেন নয়ন, মোঃ কামরুজ্জামান, মোঃ  সাইফুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুস সাত্তার, মোঃ ফারুক আহমেদ, নাজমুল হাসান পাখি।

খেলা শেষে প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার  ও বিশেষ অতিথি  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

ad

পাঠকের মতামত