39697

জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফিফা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ভার্চ্যুয়ালি হাজির হয়ে শান্তির বার্তা দেওয়ার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফিফা। খবর সিএনএনের

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ রোববার। রাত ৯টার এই ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা।

ads

এই ম্যাচ শুরু আগে বিশ্ব শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সে জন্য তিনি ফিফার কাছে অনুরোধ করেন, কিন্তু ফিফা তা প্রত্যাখ্যান করেছে।

সিএনএন বলছে, জেলেনস্কি খেলার আগে কাতারের স্টেডিয়ামে ভক্তদের কাছে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু ফিফার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে তিনি অবাক হয়েছেন।

ads

অবশ্য সিএনএন জানিয়েছে, ইউক্রেন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির মধ্যে আলোচনা এখনো চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্বমঞ্চে সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বারবার শান্তি ও সহায়তার আবেদন করে আসছেন। ইতিমধ্যে তিনি ইসরায়েলের পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রের কংগ্রেস, গ্র্যামি অ্যাওয়ার্ডস, কান চলচ্চিত্র উৎসব এবং জি-২০ সম্মেলনে ভার্চ্যুয়ালি বক্তব্য রেখেছেন।

অন্যদিকে কাতার বিশ্বকাপে রাজনৈতিক বার্তা দেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ফিফা।

এলজিবিটিকিউ গোষ্ঠী ও অভিবাসী শ্রমিকদের সঙ্গে কাতারের আচরণ নিয়ে বিশ্বকাপ শুরুর আগের সপ্তাহগুলোয় সমালোচনা শুরু হয়।

তবে কাতারের সমালোচকদের পাল্টা তিরস্কার করেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। তিনি ইউরোপ ও পশ্চিমাদের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ আনেন।

ad

পাঠকের মতামত