39365

পুলিশ সুপারের উদ্যোগে ঘরে বসেই পাসপোর্টধারীরা জানতে পারবেন তথ্য

নিউজ ডেস্কঃ কুমিল্লায় জেলা পুলিশ সুপারের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়া ও রূপকল্প ২০৪১ এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান এর একটি প্রয়াস। মহান বিজয় দিবসের মাসে ১ ডিসেম্বর থেকে পাসপোর্টধারীদের জন্য চালু হলো ‍‌‘ক্ষুদে বার্তা’ সেবা। এই সেবার মাধ্যমে সেবা প্রত্যাশী, আবেদনকারী তার পাসপোর্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে ক্ষুদে বার্তার মাধ্যমে অবগত হতে পারবেন।

সাধারণত কোন আবেদনকারী পাসপোর্ট অফিসে পাসপোর্ট এর জন্য আবেদন দাখিল করলে তার আবেদন ফরমটি কোথায়, কি অবস্থায় আছে তা জানার জন্য দূর-দূরান্ত হতে শহরে এসে বিভিন্ন দপ্তরে যাতায়ত করেন। এতে করে সেবা প্রত্যাশী সাধারণ মানুষ আর্থিক খরচের মধ্যে পড়েন এবং অনেক শ্রম ঘন্টা নষ্ট হয়। এই ধরণের বিড়ম্বনা বন্ধে কুমিল্লা জেলা পুলিশ সুপার একটি বিশেষ অ্যাপ চালু করেন।

ads

উক্ত অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীর ফরমটি পাসপোর্ট অফিস থেকে তদন্তের জন্য পুলিশ গ্রহণ করা মাত্রই আবেদনকারীর দাখিলকৃত মোবাইল নাম্বারে তদন্তকারী অফিসারের নাম, ইউনিট ও মোবাইল নাম্বার সহকারে একটি ক্ষুদে বার্তা পৌঁছে যাবে। ক্ষুদে বার্তার সূত্র ধরে আবেদনকারী জানতে পারবেন তার আবেদনটি তদন্তের জন্য কোন অফিসার এর নিকট আছে। আবেদনকারীর দাখিলকৃত তথ্য যাচাই-বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে পুনরায় আবেদনকারী তার দাখিলকৃত মোবাইল নাম্বারে তার আবেদনটি তদন্ত শেষে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে দাখিল করা হয়েছে মর্মে একটি ফিরতি ক্ষুদে বার্তা পাবেন।

এক্ষেত্রে পাসপোর্ট আবেদনকারীগণ খুব সহজেই কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই তার পাসপোর্ট এর তদন্ত সংক্রান্তসর্বশেষ অবস্থা জানতে পারবেন।

ads

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, এখন থেকে ঘরে বসেই একজন পাসপোর্টধারী ক্ষুদে বার্তায় সব কিছু জানতে পারবেন। অর্থ ও সময় নস্ট করে শহরে এসে পুলিশ অফিসে পাসপোর্টের পুলিশ প্রতিবেদনের খবর নিতে হবে না।

ad

পাঠকের মতামত