39178

সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ গড়তে চান কিম

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেছেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া।’ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি উত্তর কোরিয়া তাদের সর্ববৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই কাজে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাদের পদোন্নতি দেন তিনি। এরপরেই শনিবার তিনি দেশটির লক্ষ্যের ঘোষণা দেন।

ads

কিম বলেন, ‘উত্তর কোরিয়া রাষ্ট্র ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। এর চূড়ান্ত লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির অধিকারী হওয়া।’

সম্প্রতি দেশটি যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোকে পাত্তা না দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই নিয়ে জাপান দাবি করেছে, উত্তর কোরিয়ার সম্প্রতি ছোড়া এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

ads
ad

পাঠকের মতামত