37484

কুমিল্লায় গাজী মাজহারুল আনোয়ার স্মরণে সংগীত সন্ধ্যা

নিউজ ডেস্কঃ কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে কুমিল্লায় অনুষ্ঠিত হল সংগীত সন্ধ্যা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ সংগীত সন্ধ্যার আয়োজন করে সংলাপ কুমিল্লা।

ads

সংলাপ ও প্রতিবিম্ব থিয়েটারের প্রতিষ্ঠাতা শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান পাখি, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নিতিশ সাহা, ডা. মৃনাল কান্তি ঢালি, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ।

ads

এ সময় বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল আনোয়ার, কুসিক মেয়র পত্নী ফারহানা হক শিল্পী, মধুমিতা কচি কাচার মেলার যুগ্ন পরিচালক ইমরোজ চৌধুরী বেবী, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক পরিক্ষা নিয়ন্ত্রণ নিখিল চন্দ্র, মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি আবদুল খালেক মোল্লা, বিজয়পুর মহিলা কলেজ এর অধ্যক্ষ বিধান চন্দ্র, সাংবাদিক সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুব, সাংবাদিক মাহাবুব আলম বাবু, চলচ্চিত্র গবেষক সাংবাদিক জামাল উদ্দিন দামাল, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্পীদের গাওয়া গানে তাকে স্মরণ করা হয়।

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাওয়া গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এর “জয় বাংলা বাংলার জয়” গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিল্পীরা।

বক্তারা বলেন, গাজী মাজহারুল আনোয়ার ছিলেন বাংলা গানের সর্বকালের সেরা গীতিকারদের একজন। এদেশে তুমুল জনপ্রিয় দেশাত্মবোধক গান সমুহের অধিকাংশই তাঁর লেখা। “জয় বাংলা বাংলার জয়” এর মত কালজয়ী গান লিখে গাজী মাজহারুল আনোয়ার বাংলার মানুষের কাছে হাজার বছর বেঁচে থাকবেন। সঙ্গীতের সকল শাখায় গাজী মাজহারুল আনোয়ারের অবাধ বিচরণ ছিল। অত্যন্ত মেধাবি এই গীতিকার বিশ হাজার গান লিখে এক ইতিহাস রচনা করেছেন।

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৭৯ বছর বয়সে গত ৪ সেপ্টেম্বর পথিবী থেকে চিরবিদায় নেন।

ad

পাঠকের মতামত