36274

মক্কার গ্র্যান্ড মসজিদে ৫ বছরের কম বয়সীদের লাগবে না অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ বছরের কম বয়সী শিশুরা অনুমতি ছাড়াই মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় শনিবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়টি এক টুইট বার্তায় জানায়, অভিভাবকরা তাদের পাঁচ বছরের কম বয়সী শিশুদের অনুমতি ছাড়াই সঙ্গে নিয়ে আসতে পরবেন। এক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো অনুমতি লাগবে না।

ads

তবে পাঁচ বছরের উপরে যাদের বয়স তাদের জন্য অনুমতি নিতে হবে। এক্ষেত্রে পবিত্র স্থানে প্রবেশের জন্য ইটমার্না অ্যাপের মাধ্যমে অনুমতির আবেদন করতে হবে।

এর আগে ওমরার ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী, দেশটিতে থাকাকালীন যেকোনো ধরনের ভিসা থাকলেই ওমরাহ পালন করা যাবে।

ads
ad

পাঠকের মতামত