36210

সৌদি যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের কিছুদিনের মাথায় দেশটিতে এবার সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে জো বাইডেনকে বরণের চেয়ে অনেক বেশি জাকজমকপূর্ণভাবে শি জিনপিংকে বরণের প্রস্তুতি নিচ্ছে রিয়াদ। এতে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সৌদি আরব সফরে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যেমন অভ্যর্থনা পেয়েছিলেন তেমন আয়োজনে শি জিনপিংকে বরণের প্রস্তুতি চলছে।

ads

এর আগে, জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদ সফরের অভ্যর্থনা ছিল তুলনামূলক অনাড়ম্বর। যা দুই দেশের সম্পর্কে জটিলতার প্রতিফলন। বিশেষ করে বাইডেন ও সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যকার দূরত্ব সেই সফরে প্রকাশিত হয়।

ওয়াশিংটন-রিয়াদের সম্পর্ক যখন ভঙ্গুর হচ্ছে তখন চীনা প্রেসিডেন্টকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রিয়াদ। ধারণা করা হচ্ছে, বেইজিং-রিয়াদের সম্পর্ক দৃঢ় হবে এবং চীন সৌদি আরবের মিত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ads

গত দুই দশকে চীন ও সৌদি আরবের সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ হচ্ছিল। তবে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পর ২০১৬ সাল থেকে এ সম্পর্ক অনেক বেশি গভীর হয়েছে। উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণকে সমর্থন জানিয়েছে সৌদি আরব। এমনকি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনের প্রতি রিয়াদের সমর্থন ছিল। এর ফলে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বিব্রতকর অবস্থায় পড়ে যায়।

এদিকে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্য থেকে নজর সরানোর পর সেখানে নজর বাজায় চীন। এরই মধ্যে চীন-সৌদি আরবের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কও বেড়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে সৌদি আরব সফরের আমন্ত্রণ পান চীনা প্রেসিডেন্ট। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের পর শি জিনপিংয়ের এ সফর সৌদি আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।

ad

পাঠকের মতামত