35875

চ্যাপম্যানের ঝড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক: মার্ক চ্যাপম্যানের ঝড়ো সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে তিন শতাধিক রান তাড়া করে জয়ের নজির গড়েছে নিউজিল্যান্ড।

দলের জয়ে ৭৫ বলে ৬টি চার আর ৭টি ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন চ্যাপম্যান।

ads

রোববার স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের রায়বার্ন প্লেসের গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে একমাত্র ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মিচেল লাক্স (৮৫) ও ম্যাথু ক্রসের (৫৩) জোড়া ফিফটিতে ভর করে ৪৯.৪ ওভারে ৩০৬ রান করে অলআউট হয় স্বাগতিকরা।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৮ রান করা নিউজিল্যান্ড এরপর ৫৪ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। ৫৩ বলে ৪৭ রান করে ফেরেন মার্টিন গাপটিল। ৪৮ বলে ৫০ রান করেন ফিন অ্যালান। আর ৩৭ বলে ৩৬ রান করে ফেরেন ডেনি ক্লেভার।

ads

চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ১৩১ বলে ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২৫ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মার্ক চ্যাপম্যান। দলের জয়ে ৭৫ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে অপরাজিত ১০১ রান করেন চ্যাপম্যান। ৬২ বলে ৮টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৭৪ রান করেন ড্যারিল মিচেল।

ad

পাঠকের মতামত