34889

চম্পকনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

নিউজ ডেস্কঃ কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে চম্পকনগর কৃষক সমবায় সমিতি ও চম্পক নগর সার্বিক গ্রাম উন্নয়ন  সমবায় সমিতির আয়োজনে  এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহযোগিতায় ৪ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ  ও ছানি অপারেশনের রোগি সনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে চম্পকনগর এলাকায় এই চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।

ads

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায়ী শাহজাহান সিরাজ।

বক্তব্য রাখেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সদস্য তাহমিনা আক্তার হ্যাপী,ইউপি মেম্বার ও কৃষক সমিতির ম্যানেজার মোঃ ইউনুস মিয়া। চক্ষু রোগিদের চিকিৎসা সেবা ও প্রেসক্রিপশান প্রদান করেন ডাঃ জাকির হোসেন,প্যারামেডিক বিল্লাল হোসেন ও সফিউল্লাহ। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

ads
ad

পাঠকের মতামত