33971

পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ বিধানসভা নির্বাচনের এক বছর আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার গভর্নর এসএন আরিয়ার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি।

এনডিটিভি জানিয়েছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে বিপ্লব রাজ্য ভবনে গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বিধানসভা নির্বাচনের আগে বিপ্লবের পদত্যাগের কারণ নিয়ে খানিকটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

ads

বিপ্লব কেন এভাবে পদ ছেড়ে দিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ত্রিপুরার রাজনীতিতেও নানা জল্পনা তৈরি হয়েছে। একটি সূত্রের দাবি, তাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে এই খবরের আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।

ads
ad

পাঠকের মতামত