33941

চান্দিনার পাঁচধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় পাঁচধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনু্ষ্ঠিত হয়েছে।। শুক্রবার (১৩ মে) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি।

ads

উদ্বোধনের পর বিদ্যালয়ের হল রুমে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ বশিরুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন চান্দিনার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহি কর্মকতা মো: রাকিবুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান ,গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দর্জি।

এসময় উপজেলার সাবেক ছাত্রলীগ সহ- সভাপতি বারাকাত উল্ল্যাহর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – কুমিল্লা জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম,শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান সুমন ভুইয়া, নবাবপুর ইউপির চেয়ারম্যান হাজী শাহজাহান,চেয়ারম্যান এড. সাদেকুর রহমান,প্রফেসর বজলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লিটন সরকার,প্রধান শিক্ষক মো. বদিউল আলম,সার্জেন্ট সাদেকুল ইসলাম, মাওলানা ইউসুফ,ফারুক হোসেন, ইন্জিনিয়ার সাইফুর রহমান সায়েম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আলমগীর শাহ ,সাবেক মেম্বার আবদুর বারেক,ইউপি সদস্য শাহাজাহান হোসেন,প্রধান শিক্ষক মতিন মাস্টার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

ads

বক্তব্যে প্রধান অতিথি চান্দিনার শিক্ষার মান উন্নয়নে সবাইকে সচেতন থাকার আহবান জানান সেই সাথে কোমলমতি শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে চান্দিনাকে একটি আলোকিত মডেল চান্দিনায় পরিনত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ad

পাঠকের মতামত