33611

বরুড়ায় প্রধানমন্ত্রীর নতুন ঘর পেলেন ২৮ পরিবার

বরুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে কুমিল্লার বরুড়ায় ২৮ গৃহহীন পরিবারকে ঈদের আগে জমিসহ গৃহ বরাদ্দ দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভুমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম ও অনুষ্ঠানের সভাপতি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান গৃহহীনদের হাতে গৃহের চাবি ও জায়গার দলিল তুলে দেন।

ads

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ আহমেদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১(বরুড়া) ‘র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিল হাসান লিমন, বীর মুক্তি যোদ্ধা আবদুল মান্নান, আবদুস সাত্তার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সাবেক সভাপতি প্রভাষক মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত