33163

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনে কথা হয়েছে দুই নেতার। সোমবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে ইউক্রেন পরিস্থিতি আলোচনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্রেমলিন জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

ads

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বললেন পুতিন।

গত শুক্রবার আল আকসা মসজিদ ইসরায়েলি দাঙ্গা পুলিশের তাণ্ডবে আহত হয় দেড় শতাধিক মুসল্লি। আহত বেশিরভাগ ফিলিস্তিনি নাগরিক রাবার বুলেট, স্টান গ্রেনেড ও পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন। রবিবার ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এর একদিনের মাথায় সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন পুতিন।

ads
ad

পাঠকের মতামত