33054

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাকে ইউক্রেনে পাঠানোর কথা ভাবছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জানান যে তিনি যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন কর্মকর্তাকে ইউক্রেনে পাঠানোর কথা বিবেচনা করছেন। একজন উচ্চপদস্থ কর্মকর্তার সফরের মাধ্যমে অবরুদ্ধ দেশটির প্রতি ওয়াশিংটনের সমর্থনের অঙ্গীকার আরো জোরালো হবে।

তিনি একজন কর্মকর্তাকে প্রেরণ করবেন নাকি, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমরা এখন সেই সিদ্ধান্তটি বিবেচনা করছি।

ads

বাইডেন ঠাট্টা করে একজন সাংবাদিককে জিজ্ঞেস করেন, আপনি কি যেতে চান?

জবাবে ওই সাংবাদিক বলেন, আপনি চান?

ads

প্রেসিডেন্ট উত্তর দেন, হ্যাঁ।

এর আগে এই সপ্তাহে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি জানান, বাইডেনের নিজে ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সাম্প্রতিককালে ইউক্রেনের রাজধানীতে একটি ঝটিকা সফর করেন। অন্যান্য ইউরোপীয় নেতারাও একই ধরনের সফর করেছেন।

পুতিন বলেন, মূলত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য যেসব দেশ থেকে ইউরোপে সরবরাহ পাঠানো যাবে, সেগুলো ভোক্তাদের খরচ অনেক গুণ বাড়িয়ে তুলবে। একই সাথে তিনি এও বলেন যে, সেগুলো মানুষের জীবনযাত্রার মানে প্রভাব ফেলবে এবং ইউরোপীয় অর্থনীতির প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস করবে।

ad

পাঠকের মতামত