31473

‘আমাদের বাবা ছিলেন সেরা বাবা’

স্পোর্টস ডেস্কঃ মাত্র ৫২ বছর বয়সেই শেন ওয়ার্ন মৃত্যুবরণ করবেন, সেটা নিশ্চয়ই কেউ প্রত্যাশা করেনি। গেল শুক্রবার এমন অপ্রত্যাশিত খবরেই কেঁপে উঠে ক্রিকেট বিশ্ব। কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন থাইল্যান্ডে নিজের ভিলায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

থাইল্যান্ডে তার মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে আজ। দুই-একদিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় পাঠানো হবে তাকে।

ads

তার আগে আজ সোমবার শেন ওয়ার্নের পরিবারের সদস্যরা কথা বলেন। সেখানে তার সন্তানেরা জানিয়েছেন তাদের বাবা ছিলেন সেরা বাবা।

ওয়ার্নের বড় মেয়ে ব্রুক বলেন, ‘আমি দেখতে বাবার মতোই। আমি সব সময় বাবাকে বলতাম আমি তোমার জিন পেয়েছি। বিষয়টি নিয়ে কখনো কখনো বাবার কাছে বিরক্তিও প্রকাশ করতাম। কিন্তু আজ এই বিষয়টির জন্য আমি খুবই খুশি এবং গর্বিত যে, আমি আমার বাবার মেয়ে। আমি আমার বাবার মতো দেখতে। আমি ভাগ্যবান যে তোমার মতো একজন বাবা পেয়েছি। তোমার জন্য আমি সব সময় গর্বিত থাকবো। বাবা তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে চিরদিন মিস করবো।’

ads

ছেলে জ্যাকসন বলেন, ‘তাশের টেবিলে তোমার সঙ্গে বসা, গলফ কোর্সে তোমার সঙ্গে এলোমেলো হাঁটা, রাগবি খেলা উপভোগ করা, পিজ্জা খাওয়া— কখনোই আগের মতো হবে না বাবা। সবাই চেয়েছিল জীবনে যাই ঘটুক আমি যাতে সুখী হই। তুমিও চেয়েছিলে আমি যাতে সুখী হই। আমি সুখী হওয়ার চেষ্টা করবো। আমি তোমাকে অনেক মিস করবো বাবা। তুমি ছিলে সেরা বাবা এবং এমন একজন সঙ্গী যেটা পেতে সবাই প্রার্থনা করে।’

ad

পাঠকের মতামত